ঢাকা সোমবার, মে ৬, ২০২৪
বজ্রপাতে প্রাণ গেল মাদ্রাসা ছাত্রের
  • চট্টগ্রাম প্রতিনিধিঃ
  • ২০২১-০৯-১৭ ০৩:৪৮:২৬
চট্টগ্রাম চন্দনাইশ দোহাজারীতে বাবাকে ভাত দিয়ে ক্ষেত থেকে ফেরার পথে বজ্রপাতে মারুফ হোসেন নামে ১৬ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে। মারুফ হোসেন এ বছর উপজেলার জামিজুরী রজবিয়া আজিজিয়া সুন্নিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী ছিল। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) পৌরসভার জামিজুরী ঘোড়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে, বৃহস্পতিবার দুপুরে আনছার আলীর খামার সংলগ্ন এলাকায় একটি সবজি ক্ষেতে কাজ করছিল তার বাবা জাহাঙ্গীর আলম। সেখানে ভাত নিয়ে বাবার কাজে সহযোগিতা করছিল সে। ৫টার দিকে বাড়িতে ফেরার সময় বজ্রপাতে আহত হয়ে সে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহাজারীতে একটি বেসরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
সুন্দরবনের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব মূল্যায়ন করবে আরণ্যক ফাউন্ডেশন ও খুলনা বিশ্ববিদ্যালয়
ফিলিস্তিনি নারী ও শিশু হত্যা বন্ধের দাবিতে দিনাজপুরে শিশু শিক্ষার্থীদের মানববন্ধন ও স্বারকলিপি প্রদা
সর্বশেষ সংবাদ