ঠাকুরগাঁওয়ে বিধিমালা না মেনেই বহুতল ভবন নির্মাণ
- ঠাকুরগাঁও প্রতিনিধি :
-
২০২১-০৯-১৬ ১১:৪৮:০৫
- Print
ঠাকুরগাঁওয়ে সরকারি বিধি ভঙ্গ করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে গফুর শেখ নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। ভবন করার ক্ষেত্রে পৌরসভা, জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের কাছ থেকে নকশা অনুমোদনের কথা থাকলেও অনুমোদনের কাগজ তিনি প্রতিবেদক কে দেখাতে পাড়েননি। এ ছাড়াও পৌর সভার নিয়ম অনুযায়ী ভবনের চারপাশে ৩ ফুট করে জায়গা ফাঁকা রাখার কথা থাকলেও তিনি এক ফুটও জায়গা ফাঁকা রাখেননি। এ বিষয়ে তার প্রতিবেশী জাহাঙ্গীর আলম পৌর সভায় দুই বার লিখিত অভিযোগ জানিয়েও কোন সুরাহা পাননি। তাঁর পর তিনি ঠাকুরগাঁও সদর থানায় লিখিত অভিযোগ জানান। এতেও কোন লাভ হয়নি বলে অভিযোগ ভুক্তভোগী জাহাঙ্গীর আলমের। তিনি বলেন অভিযোগ করার পড়েও তিনি কাজ থামান নি বরং দ্বিগুণ মিস্ত্রী লাগিয়ে দ্রুত কাজ করছেন। তিনি আরও বলেন অভিযোগ দেয়ার পর থেকে ওই ব্যবসায়ী ও তার লোক জন উল্টো তাকেই হুমকি প্রদান করে আসছে।
লিখিত অভিযোগে জাহাঙ্গীর আলম জানান, পৌর সভার ১২ নম্বর ওয়ার্ডের ছিট চিলারং এলাকায় তার প্রতিবেশী মো: গফুর দোতলা ফাউনন্ডেশন বাড়ি নির্মান করছে। কিন্তু তিনি তার সীমানা ব্যাতিরে আমার সীমানা বরাবর দোতলা ফাউনন্ডেশন ঘর নির্মান করছে। এর ফলে বর্ষার মৌশুমে গুফুর শেখ এর ছাদের পানি আমার বাড়ীতে পড়বে এবং আমার পরিবেশের ভারসম্য নষ্ট হবে। যা পৌরসভার আইনের বর্হিভুত। জাহাঙ্গীর আলমের দাবি তার প্রতিবেশী যেন পৌর আইন মেনে বাড়ী নির্মান করে। না হলে তিনি ক্ষতিগ্রস্থ হবেন।
এ বিষয়ে ওই ব্যবসায়ী গফুর শেখ জানান, তিনি ভবন করার জন্য অনুমোদন নিয়েছেন তবে কাগজ দেখতে চাইলে তিনি প্রতিবেদককে বলেন অনুমোদনের কাগজ তার জামাইয়ের কাছে তাই এই মুহুর্তে দেখানো সম্ভব হচ্ছে না। তিনি এক দিন পরে অনুমোদনের কাগজ দেখাতে চাইলেও পরদিন তার সাথে যোগাযোগ করা হলে তিনি আর ফোন রিসিভ করেননি। অপর দিকে প্রতিবেশী জাহাঙ্গীরের অভিযোগের বিষয়ে তিনি বলেন আমি জাহাঙ্গীরের কাছে আরও প্রায় ২৮ পয়েন্ট জমি পাবো তাই জমি ছাড়িনি। আর পেছন পাশ্বে জামি না ছাড়া বিষয়ে তিনি বলেন আমার জমি কম তাই আমার প্রতিবেশী কাদের ভাইয়ের অনুমতি নিয়েই ওই পাশ্বে জমি না ছেড়ে আমি বাড়ি নির্মান করছি।
এ বিষয়ে ঠাকুরগাঁও পৌর সভার নির্বাহী প্রকৌশলী বেলাল হোসেন জনান ,আমরা ওই ব্যক্তিকে দুইটি নোটিশ করেছি। তার পড়েও তিনি না মানলে আমরা আরেকটি নোটিশ করবো এর পর না মানলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।