ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
পাহাড় ধসে নিখোঁজ মা-মেয়ের লাশ উদ্ধার
  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২১-০৯-১৫ ২৩:৫০:২২

বান্দরবান সদর উপজেলার ৩নং সদর ইউনিয়নে ভারী বৃষ্টির পর ঝিরিতে পাহাড় ধসে নিখোঁজ মা-মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো সন্ধান মেলেনি আরেক সন্তানের।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে চিম্বুক এলাকার লাইমি পাড়া থেকে স্থানীয় এলাকাবাসী তাদের উদ্ধার করে। এর আগে বুধবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে জুমের কাজ শেষে বাড়ি ফেরার পথে কৃষ্ণাতি ত্রিপুরা তার মেয়ে ও ছেলেকে নিয়ে রাঙ্গাঝিরিতে গোসল করতে নামেন। এ সময় হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে প্রবল স্রোতে ৩ জনই ভেসে গিয়ে নিখোঁজ হন।

নিহত দুজন হলেন, মা কৃষ্ণাতি ত্রিপুরা (৪৪) ও মেয়ে বিনিতা ত্রিপুরা (১৩)। আর এখনো নিখোঁজ ছেলে প্রদীপ ত্রিপুরা (৮)।

বান্দরবানের সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জগদীশ ত্রিপুরা বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা পুলিশ ও ফায়ার সার্ভিসকে সংবাদ দিয়েছি। তারা ঘটনাস্থলে আসছে।

মাউশির প্রদর্শক ও গবেষণা সহকারি পদের ফল প্রকাশের দাবিতে মানববন্ধন
পঞ্চগড়ে ভারী বর্ষণে ভেঙে গেছে সড়ক, বন্ধ যান চলাচল
পলাশে ঘণ ঘন লোডশেডিং, ৪ হাজার মুরগীর মৃত্যু