শীতলক্ষ্যা ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিনামূল্যে বেওয়ারিশ লাশ দাফন কার্যক্রমের শুভ উদ্ধোধন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার গোলাকান্দাইল এলাকার ভুলতা ফ্লাইওভারের নিচে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শীতলক্ষ্যা ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের সভাপতি নাঈম ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভুলতা হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মোহাম্মদ সালাউদ্দিন।
অন্যান্যদের মাঝে এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাঈম ভূইয়া, সাংবাদিক সুশীল সরকার, সাইফুল ইসলাম, নাজমুল হুদা, বিপ্লব হাসান, সাবেক ইউপি সদস্য তপন কুমার ঘোষ, মাসুম চৌধুরী প্রমুখ।