ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
চেয়ারম্যান পদপ্রার্থী সুরঞ্জিত সেন গুপ্ত সুজিত
  • নরসিংদী প্রতিনিধিঃ
  • ২০২১-০৮-১৫ ০১:০৯:৫৮

নরসিংদীর মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী সুরঞ্জিত সেন গুপ্ত সুজিত জনপ্রিয়তার শীর্ষে। তিনি মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের চার বারের নির্বাচিত সদস্য  (মেম্বার)। দীর্ঘ দিন যাবত জনপ্রতিনিধি থাকায় জনগণের জন্য কাজ করতে করতে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন। তিনি ছোট বেলা থেকেই জনসেবা করতে করতে জনপ্রিয়তা লাভ করেন বিধায় এলাকার জনগন তাকে ভালবেসে বার বার জনপ্রতিনিধি বানান। সেই ছাত্র কাল থেকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবীত হয়েই ছাত্র লীগের সাথে জরিয়ে পরে ছাত্রলীগের রাজনীতি শুরু করেন। 

তিনি মেহের পাড়া ইউনিয়ন এর সাবেক আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন এবং নরসিংদী জেলা কৃষক লীগের সাংগঠনিক সাম্পাদক ছিলেন বর্তমানে মেহেরপাড়া ইউনিয়ন এর আওয়ামী লীগের কার্যকরী সদস্য। তার ধীর্ঘ আওয়ামী লীগের রাজনীতিতে কোন চাওয়া পাওয়া ছিলো না, দলকে দিয়েই গেছেন কিছু নেন নাই। দীর্ঘ দিন বিরুদী দল থাকা কালীন সময়ে আন্দোলন সংগ্রাম করে বহু হামলা মামলার স্বীকার হন। দলের জন্য কোটি কোটি টাকা খরচ করেন। দলের নির্যাতিত অসহায় কর্মিদের পাশে দাঁড়িয়েছেন। কোন পিছপা হননি কোন আন্দোলন সংগ্রামে প্রতেকটি সংসদ ও উপজেলা নির্বাচনে নিজের অর্থ শ্রম মেধা দিয়ে দলীয় প্রার্থিকে বিজয়ী করার চেষ্টা করছেন এবং সফলও হয়েছেন। তাই দলের সকল স্তরের নেতা কর্মিদের কাছে রয়েছে তার গ্রহণ যোগ্যতা। 

এলাকায় ঘুরে দলীয় নেতা কর্মী সহ সকল স্তরের জনসাধারনের নিকট থেকে জানা যায় মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী সুরঞ্জিত সেন গুপ্ত সুজিত একজন সহজ সরল মিষ্টি ভাষী নিঃস্বার্থ সমাজ সেবক। এজন্য তিনি সমাজ সেবক হিসেবে বহু খ্যাতি অর্জন করেন। তিনি সমাজ সেবক হিসেবে বিশেষ অবদান রাখায় মাদার তেরেসা সম্মাননা ২০১৫ পদক পান। সংস্কৃতি রক্ষায় বিশেষ অবদান রাখায় মহান মাতৃভাষা সম্মাননা পদক ২০১৬ পান। জনকল্যাণে বিশেষ অবদান রাখায় ২০১৭ সম্রাট আকবর সম্মাননা পদক পান এবং চার বার নরসিংদী জেলা ও উপজেলা শ্রেষ্ঠ মেম্বার নির্বাচিত হন।

তিনি নরসিংদী সদর উপজেলা পূজা উর্যাপন পরিষদের সাধারণ সম্পাদক এবং পাঁচদোনা মহাশ্মনান এর সাধারণ সম্পাদক। বাতিঘর সামাজিক সংগঠনের উপদেষ্টা সহ অনেক সামাজিক সংগঠন এর সাথে জড়িত। সমাজ সেবায় তার অবদান চির স্বরনীয়। মসজিদ, মন্দির, স্কুল, মাদ্রাসায় তার ব্যক্তিগত ভাবে রয়েছে বহু অবদান তাই মেহেরপাড়া ইউনিয়ন এর জনগণের অনুরোধে আসন্ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন কারন করোনা কালীন এর শুরু থেকেই তিনি জন সচেতনা থেকে শুরু করে ত্রান বিতরণ জরুরি খাদ্য সরবরাহ করে মানুষের ঘরে ঘরে পৌছে দিয়েছেন যাহা এখনো চলমান। ইহা ছাড়া স্কুল কলেজের ছাত্র ছাত্রী, গরীব মেধাবী অসহায়দরে পড়াশোনা করতে যা লাগে সবই করেছেন এবং গরীব মেয়েদের বিয়েতে সহায়তা করেছেন। রুগ্ন গরীব জনগনকে সেবা করে পাশে থেকেছেন। সকল ধর্মের হিন্দু, মুসলিম সবাই তাকে ভালো বাসেন এবং সবার মাঝে রয়েছে তাহার অতুলনীয় অবদান ও গ্রহণ যোগ্যতা। ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতিক দিয়ে সুরঞ্জিত সেন গুপ্ত সুজিত কে মনোনয়ন দেয়া হয় তাহলে নৌকার বিজয় শতভাগ সাফল্য অর্জন করবে বলে আশাবদী।

Utilitarianism (পালংবাদ) মূলত কী?
দ্রুত নির্বাচনের জন্য এত মানুষ শহীদ হয়নি: উপদেষ্টা আসিফ
সেন্ট মার্টিন দ্বীপে হলো ‘কোস্টাল ক্লিনআপ’