ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
গাভীর ‌‌‌দুটি বাচ্চার প্রসব
  • দিনাজপুর প্রতিনিধিঃ
  • ২০২১-০৮-১০ ২৩:২৪:৪৬

দিনাজপুরের বিরামপুরে ফ্রিজিয়াম জাতের একটি গাভী এক সাথে ২টি বাচ্চা প্রসব করেছে। যা দেখার জন্য কয়েক গ্রাম থেকে উচ্ছুক জনতা এক নজর দেখার জন্য  গাভীটির মালিকের বাড়ীতে  জন্য ভির করছে । 

আজ বুধবার সরেজমিন ঘুরে দেখা গেছে ফ্রিজিয়াম জাতের গাড়ীটি আর নবজাতক গাভীর বাচ্চা দুইটি সুস্থ আছে।  

বিরামপুর উপজেলার ৩ নং খানপুর ইউনিয়নের পান্নাতপুর গ্রামে খামারি ও ইউপি সদস্য আব্দুস সাত্তার বাড়ীকে একটি গাড়ীর দুটি বাচ্ছা জম্ম গ্রহন করেন । খামারি ও ইউপি সদস্য আব্দুস সাত্তার বলেন, তার একটি ফ্রিজিয়ান জাতের গাভী গত শনিবার এক সাথে ২টি বাচ্চা প্রসব করে। এর মধ্যে একটি এঁড়ে বাছুর এবং একটি বকনা বাছুর। বর্তমানে ২টি বাচ্চা ও গাভীটি সুস্থ আছে। প্রায় ৯ মাস পূর্বে গাভীটি ক্রয় করে আনা হয়। এটি এক সঙ্গে ২টি বাচ্চা প্রসব করায় সকলেই খুশি। তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন আমি বারবার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও উপজেলা প্রাণিসম্পদ অফিসে যোগাযোগ করেও এখন পর্যন্ত তারা কেউ এখানে আসেননি। 

এই বিষয়ে বিরামপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইদ্রিস আলী  জানান, এটি অস্বাভাবিক ঘটনাই বলতেই হয়। ওই গাভীর ২টি ডিম্বাণু হওয়ায় ২টি বাছুর প্রসব করেছে।। সচরাচর এমনটি ঘটে না। গাভী এবং বাচ্চা ২ টি এখন সুস্থ্য আছে, আপাতত কোন সমস্যা পাওয়া যায়নি। ঘটনাস্থলে আমার যাওয়া সম্ভব হয়নি। তবে যেকোন সময় আমরা সেখানে যাবো। 

Utilitarianism (পালংবাদ) মূলত কী?
দ্রুত নির্বাচনের জন্য এত মানুষ শহীদ হয়নি: উপদেষ্টা আসিফ
সেন্ট মার্টিন দ্বীপে হলো ‘কোস্টাল ক্লিনআপ’