ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
ফরিদপুর যেন এক এ্যাম্বুলেন্সের নগরী
  • ফরিদপুর প্রতিনিধি
  • ২০২১-০৭-০৪ ০৮:২২:৫৬

করোনা ভাইরাসের ভয়াবহতা বৃদ্ধি পাওয়ায় দেশব্যাপী চলছে সপ্তাহব্যাপী লকডাউন। লকডাউনের কারনে মানুষ তেমন একটা ঘর থেকে বের হচ্ছেন না। ফরিদপুরে মহামারী করোনার সংক্রমন বৃদ্ধি পেয়েছে আশংকাজনক হারে। ফলে গত ২১ জুন থেকে ফরিদপুরে শুরু হয়েছে সর্বাত্মক লকডাউন। টানা ১৪ দিন ধরে চলা এ লকডাউনে মানুষ একেবারেই দিশেহারা হয়ে পড়েছে। একদিকে কোন কাজ না থাকায় নিন্মআয়ের মানুষেরা রয়েছে চরম বিপাকে। অন্যদিকে, করোনায় আক্রান্ত হবার কারনে জেলার মানুষ শংকিত হয়ে পড়েছে। সরকার ঘোষিত কঠোর লকডাউনে স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে মাঠে রয়েছে সেনাবাহিনী, বিজিব ও আনসার সদস্যরা। শহরজুড়ে তাই মানুষের চলাচল একেবারেই কম। রাস্তায় নেই চিরচেনা যানজট ও যানবাহনের কান স্তব্দ করা হর্ন। তবে, কোলাহল বিহীন এ শহরে মুহু মুহু সাইরেন বাজিয়ে চলছে শুধুমাত্র অ্যাম্বুলেন্স। লাল-নীল বাতি জ¦ালিয়ে বুক কাঁপানো সাইরেন বাজিয়ে দিন-রাত ছুটে চলছে অ্যাম্বুলেন্স গুলো। করোনায় আক্রান্তদের নিয়ে হাসপাতালে ছুটে যাচ্ছে এই অ্যাম্বুলেন্স গুলো। সারাদিন শহরের মানুষ শুধুই অ্যাম্বুলেন্সের শব্দ শুনছে। ফলে ফরিদপুর শহর যেন অ্যাম্বুলেন্সের নগরীতে পরিনত হয়েছে।

ফরিদপুর জেলা জুড়ে প্রতিদিনই করোনায় আক্রান্তের সংখ্যা যেমন বৃদ্ধি পাচ্ছে তেমনি করোনায় আক্রান্ত রোগীরাও দ্রুত অসুস্থ্য হয়ে হাসপাতালে ছুটছেন। ফলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে রোগীর সংখ্যাও বাড়ছে। রোগী পরিবহনে হাসপাতালে ২৪ ঘন্টাই সারিবদ্ধ থাকছে অ্যাম্বুলেন্স। এ যেন কোন অচেনা নগরীর অচেনা হাসপাতাল।

হাসপাতাল বাদেও করোনায় আক্রান্ত হয়ে ১৫০৩ জন বাসায় চিকিৎসা সেবা গ্রহন করছেন। এদের মধ্যে যারা অসুস্থ্য হয়ে পরছেন তাদেরকে জরুরী সেবা প্রদানের লক্ষে ফরিদপুর পুলিশ প্রশাসনের একটি মেডিকেল টিম অক্সিজেন সহকারে ফ্রি চিকিৎসা সেবা প্রদানে ২৪ ঘন্টাই কাজ করে যাচ্ছে। সেই সাথে ফরিদপুরের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলোও করনায় আক্রান্ত বিভিন্ন রোগীর বাড়িতে বাড়িতে গিয়ে অক্সিজেন সেবা প্রদান করছেন। তাছাড়া তাদের মানবিক সহায়তা তো থাকছেই।

এদিকে, শুধু আক্রান্তই নয় জেলা জুড়ে বাড়ছে মৃত্যুর মিছিলও। প্রতিদিনই করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর তালিকায় নাম থাকছে কারো না কারো। আর উপসর্গ নিয়ে মৃত্যুর হার তো আছেই।

গত ২৪ ঘন্টায় ফরিদপুর পিসিআর ল্যাবে ২৮২ জনের করোনার নমুনা পরিক্ষা করা হয়েছে। এদের মধ্যে পজেটিভ হয়েছে ১৩৩ জনের আর নেগেটিভ হয়েছে ১৪৬ জনের। যা সনাক্তের হার বিবেচনায় ৪৭ দশমিক ১৬ শতাংশ।
গত ৭২ ঘন্টায় ফরিদপুর জেলায় করোনায় আক্রান্ত হয়ে ৭ জনে মৃত্যু হয়েছে। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৯৫ জন। এপর্যন্ত জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৪৪৬জন। এদের মধ্য থেকে সুস্থ্য হয়েছে ১১ হাজার ৩৯৭ জন। মোট মৃত্যু হয়েছে ২৩০ জনের। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ২৫৬ জন। হোম আইসোলেশনে আছে ১৫০৩ জন। যা অত্যান্ত উদ্বেগজনক বলছে জেলা সিভিল সার্জন অফিস।

মাউশির প্রদর্শক ও গবেষণা সহকারি পদের ফল প্রকাশের দাবিতে মানববন্ধন
পঞ্চগড়ে ভারী বর্ষণে ভেঙে গেছে সড়ক, বন্ধ যান চলাচল
পলাশে ঘণ ঘন লোডশেডিং, ৪ হাজার মুরগীর মৃত্যু