ঢাকা শুক্রবার, মে ১০, ২০২৪
দেশে করোনা আক্রান্ত ৯৮৪৮৯, মৃত্যু ১৩০৫
  • Staff Correspondent:
  • ২০২০-০৬-১৭ ০৬:৩৫:২৩

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪০০৮ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে। একদিনে এটাই সর্বোচ্চ শনাক্তের সংখ্যা। এ নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৮ হাজার ৪৮৯ জনে।

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৩ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে ১৩০৫ জনের প্রাণহানি হলো।

বুধবার (১৭ জুন) দুপুরে মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৯২২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ৫২৭টি। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ লাখ ৫১ হাজার ৫২৭টি।

ডা. নাসিমা সুলতানা আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ও বাড়িতে থেকে চিকিৎসাধীন ১ হাজার ৯২৫ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩৮ হাজার ১৮৯ জন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ৭১৮ জনকে। বর্তমানে আইসোলেশনে রয়েছেন ১৭ হাজার ১৯৭ জন।

সিরাজগঞ্জে নগদ টাকা সহ ইউপি চেয়ারম্যান আটক
নাগেশ্বরীতে টিসিবির ৭বস্তা ডাল আটক; ৫০বস্তা চাল চিনি ডাল সিলগালা
লক্ষ্মীপুর মেঘনায় অবৈধ জালে মাছ শিকার, ২১ জেলে আটক
সর্বশেষ সংবাদ