ঢাকা রবিবার, মে ৫, ২০২৪
আলোর পথে আসছেন বাঁশখালি-পেকুয়া উপকূলের ৪০ জলদস্যু
  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২০-১১-১১ ২২:৫০:২০

মহেশখালির পর জলদস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরছেন চট্টগ্রামের বাঁশখালি-পেকুয়া উপকূলের ১১টি বাহিনীর সদস্যরা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির উপস্থিতিতে অস্ত্রসহ আত্মসমর্পন করবেন, বাঁশখালি ও পেকুয়ার বাইশ্যা বাহিনী, ইউনুস মেম্বার বাহিনী, খলিল বাহিনী, রমিজ বাহিনী, কালাবদা বাহিনীসহ বেশ কয়েকটি গ্রুপের অন্তত ৪০ সদস্য।

কুতুবদিয়াসহ বিশাল সাগর উপকূলে, একাধিক জলদস্যু বাহিনীর দাপটে, বহুদিন ধরে জিম্মি ছিলেন জেলেরা। তবে, র‍্যাবের দীর্ঘদিনের চেষ্টায়, অন্ধকার ছেড়ে আলোর পথে আসছে তারা। ভয়ংকর এসব বাহিনী আত্মসমর্পন করলে, জলদুস্য মুক্ত হবে বঙ্গোপসাগর। নির্বিঘ্নে মাছ ধরতে পারবেন জেলেরা।

 

বঙ্গবন্ধু জন্মেছিল বলেই জন্মেছে এ দেশ -হুইপ ইকবালুর রহিম এমপি
অপ্রতিরোধ্য বাজার সিন্ডিকেট: মজুতের শাস্তি আটকে আছে বিধিতে
ডাইফ সেবা সপ্তাহ শুরু আজ
সর্বশেষ সংবাদ