ঢাকা সোমবার, মে ৬, ২০২৪
সেকেন্ড ওয়েভের ভয়াবহতা বেড়েই চলেছে, একদিনে বিশ্বে ৯ হাজার মৃত্যু
  • ডেস্ক প্রতিবেদন:
  • ২০২০-১১-১০ ২২:০২:২৮

করোনাভাইরাসের সেকেন্ড ওয়েভের ভয়াবহতা বেড়েই চলেছে। একদিনে বিশ্বে ৯ হাজারের বেশি প্রাণ কেড়ে নিল ভাইরাসটি।

দৈনিক সংক্রমণ আর প্রাণহানির শীর্ষে এখনও যুক্তরাষ্ট্র। টানা ৭ম দিনের মতো ১ লাখের বেশি শনাক্ত হয়েছে দেশটিতে। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ৩শ’র বেশি।

করোনার দ্বিতীয় ধাক্কায় বিপর্যস্ত ফ্রান্সে একদিনে প্রাণ গেছে সাড়ে ৮শ’ মানুষের। ৪২ হাজারের বেশি মানুষের শরীরে মিলেছে ভাইরাসের অস্তিত্ব। ৫ শতাধিক মৃত্যু হয়েছে ভারত, যুক্তরাজ্য ও ইতালিতে। স্পেন ও ইরানে ৪শ”র ওপর মৃত্যু হয়েছে মঙ্গলবার।

করোনায় বিশ্বজুড়ে মোট প্রাণহানি ১২ লাখ ৭৮ হাজার ছাড়িয়েছে। মোট আক্রান্ত ৫ কোটি ১৭ লাখ ৮৯ হাজারের বেশি মানুষ।

ওয়াশিংটন ডিসিতে প্রধান বিচারপতি ও এটর্নি জেনারেলকে রাজকীয় সংবর্ধনা
এই প্রথম ইসরায়েলের ওপর ভিসা নিষেধাজ্ঞার হুমকি বাইডেনের
ইতালির স্বাধীনতা দিবস উদযাপনে ভেনিস বাংল স্কুল
সর্বশেষ সংবাদ