ভেঙে পড়েছে পাবনা মানসিক হাসপাতালের স্বাস্থ্যসেবার মান। বহিরাগত দালালদের দৌরাত্ম্যে চিকিৎসা নিতে আসা মানুষ হয়ে পড়েছে অসহায়। রোগীদের জন্যও নেই পর্যাপ্ত চিকিৎসক।
দেশের একমাত্র বিশেষায়িত মানসিক চিকিৎসার সরকারি প্রতিষ্ঠান পাবনা মানসিক হাসপাতাল। প্রতিদিন অনেক দূর থেকে অসংখ্য রোগী ও তাদের স্বজনরা এখানে আসেন চিকিৎসাসেবা নিতে।
কিন্তু এসেই পড়েন সংঘবদ্ধ দালালদের খপ্পরে। হাসপাতালে ভর্তি করা কিংবা বহির্বিভাগে আগের সিরিয়াল দেওয়ার কথা বলে দালালরা হাতিয়ে নিচ্ছে টাকা। কখনও আবার রোগীকে ভাগিয়ে নেওয়া হচ্ছে প্রাইভেট ক্লিনিকে।
রোগীর আত্মীয়রা বলেন, এখানে সব দালালের কারবার। ডাক্তার দেখানো বা ওষুধ নেয়া থেকে শুরু করে সবকিছু একটি মাধ্যমে করতে হচ্ছে। অন্য আরেকজন বলেন, দুই তিনজন লোক আছে এরা রোগীর লোকদের সাথে কি জানি আলোচনা করে, তারপর তাদের কাজ হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের কোনো কাজ হচ্ছে না।
নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার বাহিনীর সদস্যরাও এ চক্রের সঙ্গে জড়িত বলে অভিযোগ করেন রোগীর স্বজনরা।
দালালদের শক্তিশালী সিন্ডিকেট আছে স্বীকার করে হাসপাতালের পরিচালক ডা. এটিএম মোর্শেদ বলেন, এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা চাইলেও কোন সাড়া পাওয়া যায় না। প্রশাসনকে বলেছিলাম আমাদের সহযোগিতা করেন। কারণ আমাদের হাতে তো লাঠি নেই। এটি কঠিন অবস্থায় চলে গেলে হিতে বিপরীত হতে পারে। একমাত্র প্রশাসন পারে আমাদের সহযোগিতা করতে। তারা বলেছে বিষয়টি দেখবে। কিন্তু আসলে কোনো উন্নতি হয়নি। এই সমস্যাটি আমাদের এখানে রয়েছে।
কর্তৃপক্ষ হাসপাতালটি দালালমুক্ত করে সুস্থ-সুন্দর পরিবেশ ফিরিয়ে আনবে এমনটাই প্রত্যাশা রোগীর স্বজনদের।