মৌলভীবাজারের বড়লেখায় কলেজছাত্র মো. সাইফুর রহমান হত্যা মামলায় তিন আসামিকে পাঁচদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাকিম হরিদাস কুমার তাদের রিমান্ড মঞ্জুর করেন।
আসামিরা হলেন উপজেলার বর্ণি ইউনিয়নের আহমদপুর গ্রামের আনছার আলীর ছেলে বাবলু আহমদ (২৫), জবলু হোসেন (২৪) ও কামাল হোসেন (২০)। বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথ আজ বুধবার সকালে রিমান্ডে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে সাতদিনের রিমান্ডে চান। শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
পুলিশ জানায়, গেলো ২৬ অক্টোবর সাইফুর রহমানের ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পায় পুলিশ। এতে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করা হয়। এই ঘটনায় ওইদিন নিহত সাইফুর রহমানের ছোট ভাই এমদাদুর রহমান বাদী হয়ে থানায় একটি মামলা করেন। মামলার পরই পুলিশ ওইদিন সন্ধ্যায় অভিযান চালিয়ে মামলার আসামি বাবলু আহমদ, জবলু হোসেন ও কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়।
প্রসঙ্গত, গেলো ৩১ জুলাই বিকেলে উপজেলার বর্ণি ইউনিয়নের আহমদপুর গ্রামের নিজ বাড়ি থেকে মেঝেতে শোয়ানো অবস্থায় সাইফুরের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ঘুমন্ত অবস্থায় সাপের ছোবলে সাইফুরের মৃত্যু হয়েছে বলে প্রচার করা হলেও শরীরে নির্যাতনের চিহ্ন থাকায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তোলেন সাইফুরের স্বজনরা। নিহত সাইফুর রহমান উপজেলার বর্ণি ইউনিয়নের আহমদপুর গ্রামের আব্দুল আহাদের ছেলে। তিনি সিলেট পলিটেকনিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন।