নদীতে নাব্যতা সংকটের কারণে পদ্মা সেতুর ৩৫তম স্প্যান বসানোর কার্যক্রম স্থগিত করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) মাওয়া প্রান্তের ৮ ও ৯ নম্বর খুঁটির ওপর পদ্মা সেতুর স্প্যানটি বসানোর কথা ছিল।
প্রকৌশলীরা জানান, যে স্থানে স্প্যান বসানো হবে সেখানে পানির গভীরতা অনেক কম। যার ফলে স্প্যানবাহী ভাসমান ক্রেনটি সেখানে পৌঁছানো সম্ভব হবে না। আপাতত সেখানে ড্রেজিং করে নাব্য বাড়ানোর কাজ চলছে। তবে নির্দিষ্টভাবে জানাননি কখন বসানো হবে ৩৫তম স্প্যানটি।
৩৫তম স্প্যান বসানো হলে দৃশ্যমান হবে পদ্মা সেতুর ৫ হাজার ২৫০ মিটার আর বাকি থাকবে ছয়টি স্প্যান।
চলতি অক্টোবর মাসেই বসানো হয়েছে ৩টি স্প্যান। মোট বসানো হয়েছে ৩৪টি স্প্যান। আর বাকি ৭টি স্প্যান বসানোর কাজ। মনে করা হচ্ছে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সব স্প্যান বসানোর কাজ শেষ হবে।