ঢাকা রবিবার, মে ৫, ২০২৪
ফের শুরু ক্যাসিনোবিরোধী অভিযান, আশুলিয়ায় আটক ২১
  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২০-১০-২৫ ১০:০৪:১১

দীর্ঘ বিরতির পর আবারও শুরু হয়েছে, ক্যাসিনোবিরোধী অভিযান। ঢাকার আশুলিয়ার কাইচাবাড়ির একটি মিনি ক্যাসিনোতে অভিযান চালিয়েছে র‍্যাব। এসময় ক্যাসিনো সরঞ্জাম ও মাদকদ্রব্যসহ আটক করা হয় ২১ জনকে।

গেল বছরের মাঝের দিকে রাজধানীসহ সারা দেশে ক্যাসিনোবিরোধী অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী। বিভিন্ন ক্লাবে অভিযান চালিয়ে জব্দ করা হয় বিপুল পরিমাণ ক্যাসিনো সরঞ্জাম ও নগদ টাকা। গ্রেপ্তার করা হয় এর সাথে জড়িত রাঘব বোয়ালদের।

প্রায় বছরখানেক বিরতি দিয়ে আবারও শনিবার রাতে আশুলিয়ার কাইচাবাড়ির এক মিনি ক্যাসিনোতে অভিযান চালিয়েছে র‍্যাব। আটক করা হয় ২১ জনকে। জব্দ করা হয় ক্যাসিনো সরঞ্জাম ও মাদকদ্রব্য।

র‍্যাব জানায়, এরা মূলত ক্লাব চানানোর আড়ালে জুয়ার ও মিনি ক্যাসিনো ব্যবস্যা পরিচালনা করতো। রাজধানীর আশে পাশে জুয়া ও ক্যাসিনো ব্যবস্যায়ীরা গোপনে তাদের ব্যবস্যা বিস্তারের পরিকল্পনা করছে।

মিনি ক্যাসিনো থেকে প্লেয়িং কার্ডসহ একটি ক্যাসিনো বোর্ড, ইয়াবা-বিয়ার, ২২টি মোবাইল ও ৩৮ হাজার টাকা পাওয়া গেছে। যারা গ্রেপ্তার হয়েছেন তাদের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে। অপরাধের সাথে সম্পৃক্ত থাকার বিষয়টি প্রাথমিকভাবে স্বীকার করেছেন তারা। এ বিষয়ে মামলা হবে বলে জানিয়েছে র‍্যাব। ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলেও জানায় সংস্থাটি।

বঙ্গবন্ধু জন্মেছিল বলেই জন্মেছে এ দেশ -হুইপ ইকবালুর রহিম এমপি
অপ্রতিরোধ্য বাজার সিন্ডিকেট: মজুতের শাস্তি আটকে আছে বিধিতে
ডাইফ সেবা সপ্তাহ শুরু আজ
সর্বশেষ সংবাদ