খাদ্যভাতা নিশ্চিতের দাবিতে দ্বিতীয় দিনের মতো অনির্দিষ্টকালের ধর্মঘট করছে নৌযান শ্রমিকরা। এতে পণ্য খালাসে অচলাবস্থা দেখা দিয়েছে।
চট্টগ্রাম বন্দরে বহির্নোঙ্গর থেকে পণ্য খালাস বন্ধের পাশাপাশি বন্ধ হয়ে গেছে সারাদেশে নৌ পথে পণ্য পরিবহনও। বন্ধ রয়েছে সব ধরনের লাইটার জাহাজ, ওয়েল ট্যাঙ্কার ও বাল্কহেড কার্গো পরিবহন। একই চিত্র দেশের অন্য ঘাটগুলোতেও।
গতকাল মতিঝিলে বিআইডব্লিউটিএ’র অফিসে শ্রমিক ও নৌ-মালিকদের বৈঠকে ১১ দাবির মধ্যে ১০ বিষয়ে সমাধান হলেও খাদ্যভাতার বিষয়ে সিদ্ধান্ত হয়নি। শ্রমিকদের দাবি, বারবার আশ্বাস দেয়ার পরও মালিক পক্ষ খাদ্য ভাতা দিতে অস্বীকৃতি জানাচ্ছেন।
এদিকে নৌ মালিকরা জানিয়েছেন, যতদিন এই ধর্মঘট চলবে ঠিক ততদিনের শ্রমিকদের বেতন ভাতাও বন্ধ রাখা হবে। এ মুহুর্তে তাদের পক্ষে কোন ভাতা বৃদ্ধি করা সম্ভব না।