ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
কুলাউড়ায় শীতার্ত মানুষের মধ্যে উপজেলা প্রশাসনের কম্বল বিতরণ
  • কুলাউড়া প্রতিনিধি:
  • ২০২৪-১২-২৫ ০৫:০৫:০১

মৌলভীবাজারের কুলাউড়ায় বয়ে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। উপজেলার অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবে  উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল বিতরণ অব্যাহত রয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিনব্যাপী উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়ন এলাকায় হতদরিদ্র শীতার্ত মানুষের মাধ্যে উপজেলা প্রশাসনের পক্ষে কম্বল বিতরণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন।

তিনি জানান, উপজেলা প্রশাসনের পক্ষে শরীফপুরের পাল্লাকান্দি ও চাতলাপুর চা বাগানের অর্ধশতাধিক হতদরিদ্র শীতার্ত মানুষের শীতবস্ত্র বিতরণ করা হয়। তীব্র শীতে শীতার্ত মানুষের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিতে উপজেলা প্রশাসনের কম্বল বিতরণ অব্যাহত থাকবে।

পর্যাপ্তসংখ্যক শীতবস্ত্র উপজেলায় বরাদ্দ রয়েছে জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন জানান, প্রায় ৩ হাজার কম্বল এবার বরাদ্দ রয়েছে। তিনি সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালীদেরও হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আহবান জানান।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী