ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
নলছিটিতে দৈনিক ইত্তেফাক এর ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
  • ঝালকাঠি প্রতিনিধি
  • ২০২৪-১২-২৪ ০৯:০৪:১৫
ঝালকাঠির নলছিটিতে দৈনিক ইত্তেফাকর ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করেন ‘দৈনিক ইত্তেফাক’র নলছিটি উপজেলা সংবাদদাতা মোঃ শরিফুল ইসলাম (পলাশ)। ২৪ ডিসেম্বর (মঙ্গলবার) বেলা ১১ টায় নলছিটি প্রেসক্লাব সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন নলছিটি উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম, নলছিটি সরকারি ডিগ্রি কলেজের সাবেক সহকারী অধ্যাপক (অব:) মোঃ শামসুল আলম খান বাহার, নলছিটি প্রেসক্লাবের নির্বাহী সদস্য ‘ডেইলী ফিনান্সিয়াল পোষ্ট ও পতাকা ২৪.কম’র ঝালকাঠি জেলা প্রতিনিধি এবং ‘দৈনিক বাংলাদেশের খবর’র নলছিটি উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মোঃ শাহাদাত হোসেন মনু, নলছিটি প্রেসক্লাবের সাধারন সম্পাদক এনটিভি ও কালের কন্ঠের ঝালকাঠি জেলা প্রতিনিধি কেএম সবুজ প্রমুখ। প্রেসক্লাবের সহ-সভাপতি দৈনিক সংবাদের নলছিটি উপজেলা প্রতিনিধি মিলন কান্তি দাসের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মাওলানা মো. ইব্রাহিম খলিল (আওয়ার নিউজ)। সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন দৈনিক ইত্তেফাকের নলছিটি উপজেলা সংবাদদাতামোঃ শরিফুল ইসলাম (পলাশ)। আলোচনা সভায় বক্তারা বাংলাদেশ কে ঐক্যবদ্ধ রাখতে ও যেকোনো আন্দোলন সংগ্রামে দৈনিক ইত্তেফাক এর ভূমিকা নিয়ে ভুয়সী প্রশংসা করেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এশিয়ান টিভির ঝালকাঠি জেলা প্রতিনিধি সাইদুল কবির রানা, সাংবাদিক মোঃ খলিলুর রহমান মৃধা (সময়ের বার্তা),মশিউর রহমান (আমাদের অর্থনীতি), মোস্তাফিজুর রহমান রিপন (যায়যায়দিন), কায়কোবাদ তুফান (মানবজমিন), খালিদ হাসান (দীপ্ত টিভি), আকতার হোসেন (আমাদের বার্তা), মাহবুবুর রহমান (নাগরিক ভাবনা), সোহেল রানা ( দেশ জনপদ), মশিউর রহমান রাসেল (ভোরের আলো), মো.মোস্তাফিজুর রহমান (দক্ষিনাঞ্চল), নাঈম মল্লিক (আলোকিত সময়) প্রমুখ।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী