ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
হাসপাতালে হামলার অভিযোগে ৫জন গ্রেপ্তার
  • জামালপুর প্রতিনিধি:
  • ২০২৪-১২-২৩ ০৭:১৭:২৯

জামালপুর শহরের বেসরকারি এম এ রশিদ হাসপাতাল ও বিএনপির দলীয় কার্যালয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা ভাংচুর মামলার প্রধান আসামী এম শুভ পাঠানসহ ৫জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।


রাতে রাজধানী ঢাকার গুলশানের একটি হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আসামীরা হলেন- এম শুভ পাঠান, তার সহকর্মী রিপন হোসেন হৃদয়, মাসুম মিয়া, রাজু ও ঝুটন মিয়া। গ্রেপ্তার হওয়া সকল আসামী জামালপুর শহরের বাসিন্দা। 

আজ সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান- গত ২৮ নভেম্বর দিবাগত রাতে জামালপুর শহরের সরদার পাড়ায় বেসরকারি এম এ রশিদ হাসপাতাল এবং জামালপুর জেলা বিএনপির কার্যালয়সহ মোট তিনটি জায়গায় আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করে আসামীরা। সেই সময় ঘটনাটি শহরের ব্যাপক আলোড়ন তৈরি করে। 

এই ঘটনায় মামলার পর থেকে তদনন্ত শুরু করে জেলা গোয়েন্দা পুলিশ। গত রাতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। তবে অস্ত্র উদ্ধার করতে না পারায় আদালতে রিমান্ড আবেদন করা হবে বলে জানান তিনি। ঐ ঘটনায় গত ৩০ নভেম্বর পৃথক দুটি মালা দায়ের করা হয়েছে।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী