ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
নীলফামারীতে মরিয়ম চক্ষু হাসপাতালের আয়োজনে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
  • নীলফামারী প্রতিনিধি:
  • ২০২৪-১২-২৩ ০৬:০৬:৩৮

নীলফামারীতে মরিয়ম চক্ষু হাসপাতালের আয়োজনে দিনব্যাপী বিনামুল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা শহরের মড়াল সংঘ মাঠে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। এর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন।

উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হক বক্তব্য দেন। নীলফামারী চেম্বার অব কমার্স এ্যাণ্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি সোহেল পারভেজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মরিয়ম চক্ষু হাসপাতালের উপ-মহাব্যবস্থাপক জাকির হোসেন। 

মরিয়ম চক্ষু হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আলমগীর হোসেন জানান, ক্যাম্পে ২৯০জনকে ব্যবস্থাপত্র, ৭০জনকে চশমা এবং ৫০জনকে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়। 

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী