নীলফামারীতে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সচেতনতা মুলক প্রশিক্ষণ কর্মশালা
- নীলফামারী প্রতিনিধি
-
২০২৪-১২-১৯ ০২:৪০:৩৮
- Print
নীলফামারীতে শব্দ দূষণ নিয়ন্ত্রণে পরিবহণ শ্রমিকদের নিয়ে সচেতনতা মুলক প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে সকালে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল মামুনের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন।
এতে শব্দ দূষণের ক্ষতিকারক দিক উপস্থাপন করেন নীলফামারী সরকারী মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক মাহবুবুল আলম চৌধুরী।
অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ উন্নয়ন) জ্যোতি বিকাশ চন্দ্রের সঞ্চালনায় অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) সাইদুল ইসলাম, নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম বক্তব্য দেন।
কর্মশালায় শব্দ দূষণ প্রতিরোধে অযথা হর্ণ না বাজানো, যানবাহনে হাইড্রলিক হর্ণ না ব্যবহার না করা ও শহরকে নীরব এলাকা ঘোষণার দাবী জানান সুধিজন।
পরিবেশ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, ‘শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্ব মূলক প্রকল্প’ এর আওতায় এই কর্মশালার আয়োজন করা হয়।
বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এতে অংশ নেন।