ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
নীলফামারীতে শুরু হলো দশদিন ব্যাপী বিসিক বিজয় মেলা
  • নীলফামারী প্রতিনিধি
  • ২০২৪-১২-১৮ ০৬:৩৯:২২

নীলফামারীতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর আয়োজনে দশদিন ব্যাপী ‘বিসিক বিজয় মেলা’ শুরু হয়েছে। 

মঙ্গলবার সন্ধ্যায় শহরের বড়মাঠে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।


পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, পণ্যের প্রচার ও প্রসারের জন্য এই মেলা বিশেষ ভুমিকা পালন করবে। 


বলেন, এই মেলা উদ্যোক্তা তৈরিতে বিশেষ অবদান রাখবে। এ রকম মেলার ফলে মানুষ জানতে পারছে স্থানীয় ভাবে উৎপাদিত নানা পণ্য। স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে যোগান দেবে উদ্যোক্তাদের এই পণ্য। 


অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ফারুক আল মাসুদের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন বিসিক নীলফামারী জেলা কার্যালয়ের উপ-ব্যবস্থাপক নুরেল হক। 


বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বক্তব্য দেন। উদ্বোধন শেষে মেলায় স্থান পাওয়া স্টল সমুহ পরিদর্শন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। 


বিসিক নীলফামারী জেলা কার্যালয়ের উপ-ব্যবস্থাপক নুরেল হক বলেন, ৫০টি স্টলে উদ্যোক্তাগণ তাদের উৎপাদিত পণ্য প্রদর্শণ করছে। প্রতিদিন সন্ধ্যার পর মেলা মঞ্চে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। 

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী