বিজয় দিবস উপলক্ষে নলছিটিতে পতাকা র্যালি করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ
- মো.শাহাদাত হোসেন মনু, ঝালকাঠি:
-
২০২৪-১২-১৬ ০৬:৪৮:৩০
- Print
মহান বিজয় দিবসে নলছিটিতে পতাকা র্যালি করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা শাখা। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় নলছিটি পৌর এলাকার মল্লিকপুর দলীয় কার্যালয় থেকে র্যালিটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নলছিটি থানার সামনের মোড়ে এসে শেষ হয়। এতে নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস মল্লিক।
র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তবে মাওলানা আব্দুল কুদ্দুস মল্লিক বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ দ্বিতীয়বার স্বৈরাচারের হাত থেকে স্বাধীন হলো। দেশ দুঃশাসন ও দুর্নীতিমুক্ত হতে পারেনি। আমাদের জাতীয় জীবনে এ দিবসটির গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম।’
এ ছাড়া নলছিটি উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সাধারণ সম্পাদক মাওলানা শাহজালাল হোসেন জেহাদীর ব্যবস্থাপনায় র্যালি শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নলছিটি উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা মুহাম্মদ জাকির হোসেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর নলছিটি উপজেলা শাখার সহ-সভাপতি মোহাম্মদ মাসুম বিল্লাহ প্রমুখ। শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাতের মাধ্য দিয়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষ হয়।