ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
মাদ্রাসাছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড
  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২০-১০-১৫ ০৭:২৩:৫৩

টাঙ্গাইলের ভূঞাপুরে গণধর্ষণ মামলায় ৫ জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। সেই সাথে প্রত্যেককে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- গোপীচন্দ্র শীল, সঞ্জিত, সাগর চন্দ্র সুজন মুনি ঋষি ও রাজন। বর্তমানে ২ জন কারাগারে রয়েছে এবং বাকি তিনজন পলাতক রয়েছে।

উল্লেখ্য, ২০১২ সালের ১৫ জানুয়ারি ভূঞাপুরে আসামিরা ওই কিশোরীকে মধুপুরের বিভিন্ন স্থানে তিন দিন আটকে রেখে গণধর্ষণ করে। পরে বংশাই নদীর পাড়ে ফেলে যায়। মেয়েটির ভাই খবর পেয়ে উদ্ধার করে। গত ১৮ জানুয়ারী মেয়েটি বাদি হয়ে ভুঞাপুরে  থানায় মামলা করে।

 

আমাদের প্রধান কাজ গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন: আসিফ নজরুল
দেশ সংস্কারে রাজনৈতিক দলগুলোর সংকল্প থাকতে হবে: আলী রীয়াজ
পেছনে ফেরার কোনো সুযোগ নেই: প্রধান উপদেষ্টা