ফুলবাড়ীতে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত
- জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী,কুড়িগ্রাম
-
২০২৪-১২-১৬ ০৬:২৫:৪৩
- Print
সারাদেশের ন্যায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। সূর্যোদয়ের প্রাক্কালে ৩১ বার তোপধব্বনির মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়।
কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠন, প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ অন্যান্য ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহিদ মিনারে পুষ্প মাল্য অর্পণ করা হয়। পুষ্প মাল্য অর্পণ শেষে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নিরবতা পালন শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনা করা হয়।
পরে সকাল দশটায় উপজেলা পরিষদ চত্বরে বিজয় মেলা স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মামুনুর রশীদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনকসহ আরো অনেকে।