ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
নলছিটিতে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন
  • মো.শাহাদাত হোসেন মনু, ঝালকাঠি:
  • ২০২৪-১২-১৬ ০৬:২৩:১২
ঝালকাঠির নলছিটিতে যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। ভোরে সূর্যোদয়ের সাথে সাথে তপোধ্বোনী ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করা হয়। সকাল ৮:৩০ মিনিটে উপজেলা প্রশাসন, নলছিটি থানা পুলিশ সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং অরাজনৈতিক সংগঠনগুলো নলছিটি কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে ১৯৭১ সালের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। সকাল ১০:০০ টায় সহধর্মিণী ফারহানা খান মিথিলাকে সাথে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো নজরুল ইসলাম নলছিটি চায়না মাঠে বিজয় মেলার উদ্বোধন করেন। অন্যদের মধ্যে তার সাথে ছিলেন বীর মুক্তিযোদ্ধারা, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো আব্দুস সালাম, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা, নলছিটি পৌরসভার নির্বাহী কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তা প্রমুখ । এসময় তারা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করে ঘুরে দেখেন। পরে সকাল ১১:০০ টায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার প্রায় দেড় শতাধিক মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয় । এছাড়াও এদিন বিকেল ৩টায় হাডুডু খেলা, ৪টায় প্রীতি ফুটবল ম্যাচ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় মহান বিজয় উদযাপন।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী