বিজয় দিবস উপলক্ষে নীলফামারীতে বিএনপির বর্নাঢ্য শোভাযাত্রা
- নুর আলম, নীলফামারী:
-
২০২৪-১২-১৬ ০২:১৫:০০
- Print
মহান বিজয় দিবস উপলক্ষে নীলফামারীতে বনার্ঢ্য র্যালি ও আলোচনা সভা করেছে জেলা বিএনপি।
জেলা শহরের পৌর বাজারস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম, জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুব উর রহমান ও মুক্তার হোসেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আখতারুজ্জামান জুয়েল, নীলফামারী পৌর বিএনপির সাধারণ সম্পাদক আল মাসুদ চৌধুরী, জেলা কৃষকদলের আহবায়ক মগনি মাসুদুর রহমান দুলাল, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক জামিয়ার রহমান, জেলা তাঁতীদলের সভাপতি শাহজাদা মুক্তি, জেলা মৎস্যজীবী দলের সভাপতি গোলাম মোস্তফা রঞ্জু ও সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোর্শেদ আযম বক্তব্য দেন।
এরআগে দলীয় কার্যালয় থেকে বনার্ঢ্য এক র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।