স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় আয়রণ ব্রিজ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আব্দুল হাইের কাছে বেশ কিছু দিন যাবৎ কথিত সাপ্তাহিক এক কাগজের সম্পাদক পরিচয় দিয়ে মোটা অংকের চাঁদা দাবি করেন। তার চাহিদা মোতাবেক চাঁদা না দিলে আয়রণ ব্রিজ নিয়ে বিভিন্ন পত্র পত্রিকায় মিথ্যা সাজানো সংবাদ প্রকাশের হুমকি প্রদান করেন।
এ বিষয়ে আয়রণ ব্রিজ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আব্দুল হাই বলেন, বেশ কিছু দিন যাবৎ কিছু লোক বিভিন্ন পত্র পত্রিকার পরিচয় দিয়ে মোটা অংকের চাঁদা দাবি করে আসছে। চাঁদা না দিলে আমার বিরুদ্ধে তারা মিথ্যা সংবাদ প্রকাশের হুমকি প্রদান করেন। জনৈক নাসির উদ্দিন নামে এক সাংবাদিক আমার অফিসে এসে চাঁদা দাবি করেন। চাঁদা না পেয়ে সে বিভিন্ন মিথ্যা কাল্পনিক তথ্য দিয়ে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছেন এবং মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করছে।
প্রকল্প পরিচালক আরো জানান, আয়রণ ব্রিজের সকল কাজ সরকারি বিধি মোতাবেক করা হচ্ছে, এখানে অনিয়ম বা দুর্নীতি করার কোন সুযোগ নেই।
উল্লেখ্য, গত কয়েক মাস আগে থেকে একটি কুচক্রী মহল মোটা অংকের টাকা চাঁদা চেয়ে না পেয়ে বিভিন্ন পত্র পত্রিকায় ভুয়া তথ্য সাজিয়ে সংবাদ প্রকাশ করে প্রকল্প পরিচালকের সুনাম ক্ষুন্ন করে আসছে। সেই সাথে সরকার তথা এলজিইডির ভাবমূতি বিনষ্ট করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। ফলে জনমনে ক্ষোভের সৃষ্টি হচ্ছে।