ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
  • ২০২৪-১২-১৩ ০৫:৫৭:৫৯

ব্রাহ্মণবাড়িয়ায় ৫ হাজার ৮শত পিস ইয়াবা ট্যাবলেটসহ রোজিনা বেগম (৩৯) ও আলাউদ্দিন(২৬) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার শিমরাইলকান্দি গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত রোজিনা বেগম বিজয়নগর উপজেলার চর-ইসলামপুর গ্রামের মোঃ শফিকুল ইসলামের কন্যা ও আলাউদ্দিন একই এলাকার শফিকুল ইসলামের ছেলে। গতকাল শুক্রবার দুপুরে র‌্যাব-৯-এর সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়া অফিস থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদেও ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল বৃহস্পতিবার রাতে পৌর এলাকার শিমরাইলকান্দি থেকে তাদেরকে গ্রেপ্তার করে। পর তাদেরকে তল্লাশী করে ৫ হাজার ৮শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী