ব্রাহ্মণবাড়িয়ায় আল একরাম এন্টারপ্রাইজের বাৎসরিক হিসাব সমাপনীতে বৃহস্পতিবার এক ব্যবসায়ী সমাবেশ হয়েছে।
ব্যবসায়ী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বেঙ্গল সিমেন্টের এজিএম মুবারক আলী ভূইয়া। বিশেষ অতিথির বক্তৃতা করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন, কনফিডেন্স সিমেন্ট প্রাইভেট লিমিটেড কোম্পানীর ডেপুটি ম্যানেজার মো: আরিফুর রহমান,বিল্ডার্স আল হেরার চেয়ারম্যান সৈয়দ আনোয়ার আহমদ লিটন, ফাইজান কনজুমারের ডিলার মাওলানা গাজী নিয়াজুল করিম, শ্রীপুর ফাজিল মাদরাসার সহ-সভাপতি হুমায়ূন কবির ভূঁইয়া।
আল একরাম এন্টারপ্রাইজের বিনিয়োগ পরিচালক শেখ মুহাম্মদ শাহ আলমের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন আল একরাম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মাওলানা আবুল ফজল কামাল।
এছাড়াও বিএসআরএম ও কনফিডেন্স সিমেন্টের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রায় আড়াইশো ব্যবসায়ী যোগ দেন। তাদের মধ্যে সেরা ব্যবসায়ীদের পুরস্কৃত করা হয় এবং পরে র্যাফেল ড্র হয়।