ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ইসলামপুরে ভিক্ষুক পূর্ণবাসনে ও বিকল্প কর্মস্থান কর্মসুচি ছাগল বিতরণ
  • আবুল কাশেম, জামালপুর:
  • ২০২৪-১২-১২ ০৫:৫৭:৫৮

ইসলামপুরে ভিক্ষুক পূর্ণবাসন ও বিকল্প কর্মস্থান কর্মসুচি আওতায় ছাগল ও মনোহরী সামগ্রীক বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গত ১২ ডিসেম্বর (বৃহস্পতিবার ) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হল রোমে এক আলোচলা সভা অনুষ্ঠিত হয়।

 ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জামালপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট হাছিনা বেগম। আলোচনা শেষে প্রধান অতিথি ভিক্ষুক পূর্ণবাসন  ও বিকল্প কর্মস্ংস্থানের আওতায় ১৬জন ভিক্ষুকের মাঝে ৩টি করে ছাগল এবং ৮জন ভিক্ষুকের মাঝে মনোহারী সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) সাদিয়া আক্তারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী