ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
মাদক কারবারের অভিযোগে একজন গ্রেপ্তার
  • নেছারাবাদ(পিরোজপুর)প্রতিনিধি:
  • ২০২৪-১২-১২ ০৫:৫৩:০৩

নেছারাবাদে কথিত মাদকারানি শিল্পির হাতে ইয়াবা গাজার ছড়াছড়ি। বরিশাল থেকে মাদক এনে খুচরা বিক্রেতার হাতে ছড়াচ্ছে সর্বত্র। এতে সহজেই উপজেলায় মাদক ছড়াচ্ছে সহজে। ১২ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুরে শিল্পির কাছে পনের পিচ ইয়াবা কিনে মো: নাইম(২২) নামে এক যুবক গ্রেফতার হয় নেছারাবাদ পুলিশের কাছে। বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সড়কে অবস্থিত নেছারআর্ট নামে একটি দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। নাইম মাছ ব্যবসার আড়ালো ইয়াবা বিক্রি করে বেড়াচ্ছে। সে উপজেলার জগৎপট্টি গ্রামের আব্দুল লতিফের ছেলে।

গ্রেফতারকৃত নাইম বলেন, তিনি উপজেলার মাদকারানি শিল্পির কাছ থেকে ওই ইয়াবা কিনিছে। ইয়াবা কিনে সে নিজে সেবন করা সহ অন্যর কাছে বিক্রি করে। তবে, কার কার কাছে সে ইয়াবা বিক্রি করে তা বলেনি।

জানাগেছে, নেছারাবাদ উপজেলায় রাবেয়া আক্তার সাথী এবং শিল্পি এই দুই নারী ইয়াবা এবং গাজার বড় পাইক্রারি বিক্রেতা। তারা বরিশাল থেকে ইয়াবা গাজা এনে বিভিন্ন জনের কাছে ছোট বড় চালান বিক্রি করে বেড়াচ্ছে। মাদক বিক্রি করে রাবেয়া এখন আনুমানিক কোটি টাকার মালিক বনে গেছেন। এছাড়া, মাদকারানি শিল্পি মাদক বিক্রি করে তিনিও কোটি টাকার মালিক হয়েছেন। সম্প্রতি, মাদকারানি রাবেয়া আক্তার সাথী একশত পিচ ইয়াবা বিক্রি করে পুলিশের কাছে গ্রেফতার হন। সে জেলে থাকায় এখন মাদকারানি শিল্পির দৌরাত্ম বেড়েছে কয়েকগুনে।

নেছারাবাদ থানার উপ-পরিদর্শক(এস,আই) নাসির জানান, নাইমকে পনের পিচ ইয়াবা সহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু হচ্ছে।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী