ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
নীলফামারীতে শেষ হলো দু’দিন ব্যাপী তথ্য মেলা
  • নীলফামারী প্রতিনিধি
  • ২০২৪-১২-১১ ০৬:৪২:১৯

তথ্য অধিকার আইন সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং তথ্য অধিকারকে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে নীলফামারীতে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী তথ্যমেলা। 

জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটির(সনাক) যৌথ উদ্যোগে জেলা শহরের শহিদ মিনার প্রাঙ্গণে ৯ ও ১০ ডিসেম্বর এই মেলা অনুষ্ঠিত হয়। 

মেলায় একসাথে মিলেছে ৪২ টি সরকারি বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের তথ্য ও সেবা। 

মেলার দ্বিতীয় দিনে ১০ ডিসেম্বর সকালে মেলা প্রাঙ্গণে আয়োজিত গণশুনানিতে বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ তাদের সেবা সংক্রান্ত বিষয় উপস্থাপন করেন এবং উপস্থিত নাগরিকগদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। বিকেলে  শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কণ প্রতিযোগিতা।

মেলার শেষ সন্ধায় সমাপণী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান প্রধান অতিথি থেকে প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করেন।  

অতিরিক্ত জেলা প্রশাসক ফারুক-আল-মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হক, জেলা তথ্য কর্মকর্তা কবির উদ্দিন, সনাক সভাপতি আকতারুল আলম ও তথ্যমেলা আয়োজন কমিটির আহ্বায়ক মিজানুর রহমান লিটু বক্তব্য দেন। 

মেলায় ৩৫ টি সরকারি ও ৭টি বেসরকারি প্রতিষ্ঠানের স্টল সাধারণ মানুষকে বিনামূল্যে তথ্য ও পরামর্শ সেবা প্রদান করে। 

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী