ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
কান্দাপাড়া সাঃ প্রাঃ বিদ্যালয়ের ১০০ বছর পূর্তি লক্ষে মতবিনিময় সভা
  • সিরাজগঞ্জ প্রতিনিধি:
  • ২০২৪-১২-০৭ ০৬:৫৬:৪১

ঐতিহ্যবাহী বিদ্যাপীট সিরাজগঞ্জের ১২৮ নং কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০০ বছর পূর্তি উৎসব সফল করার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। "এসো মিলি প্রাণের টানে বাল্য কালের স্কুলে" এই শ্লোগানকে সামনে রেখে শুক্রবার (৬ ডিসেম্বর) বিকাল ৩ ঘটিকায় অত্র কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল ছাত্র -ছাত্রীবৃন্দের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মোহাম্মদ  আলী হোসেন মোল্লার সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, প্রাক্তন শিক্ষক হাজী মোঃ আজাদুল ইসলাম আজাদ,মোঃ আব্দুল্লাহ আল মাহবুব ,  মোহাম্মদ  ফারুক হোসেন মন্ডল প্রমূখ।


বক্তারা বলেন, কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০০ বছর পূর্তি উৎসব সফল করার লক্ষে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
এসময় দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার জেলা মোহাম্মদ নাজমুল হোসেন, মোহাম্মদ আলী,মাছিদুল ইসলাম, আলতু তালুকদার সহ প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রচারে কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র লিটন মন্ডল। 

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী