ঐতিহ্যবাহী বিদ্যাপীট সিরাজগঞ্জের ১২৮ নং কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০০ বছর পূর্তি উৎসব সফল করার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। "এসো মিলি প্রাণের টানে বাল্য কালের স্কুলে" এই শ্লোগানকে সামনে রেখে শুক্রবার (৬ ডিসেম্বর) বিকাল ৩ ঘটিকায় অত্র কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল ছাত্র -ছাত্রীবৃন্দের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মোহাম্মদ আলী হোসেন মোল্লার সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, প্রাক্তন শিক্ষক হাজী মোঃ আজাদুল ইসলাম আজাদ,মোঃ আব্দুল্লাহ আল মাহবুব , মোহাম্মদ ফারুক হোসেন মন্ডল প্রমূখ।
বক্তারা বলেন, কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০০ বছর পূর্তি উৎসব সফল করার লক্ষে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
এসময় দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার জেলা মোহাম্মদ নাজমুল হোসেন, মোহাম্মদ আলী,মাছিদুল ইসলাম, আলতু তালুকদার সহ প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রচারে কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র লিটন মন্ডল।