ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
সিমলা ডিগ্রি কলেজ সভাপতিকে সংবর্ধনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত
  • সিরাজগঞ্জ প্রতিনিধি:
  • ২০২৪-১২-০৭ ০৬:৪৬:১৯

সিরাজগঞ্জে সিমলা ডিগ্রি কলেজের গভনিং বডির নব নিযুক্ত সভাপতি মাওলানা শাহিনুর আলমকে সংবর্ধনা প্রদান ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে সদর  উপজেলার শাহানগাছায় অবস্থিত সিমলা ডিগ্রি কলেজের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

অত্র কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)আখিরা জিনাত মহল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবনিযুক্ত সভাপতি,সিরাজগঞ্জ জেলা জামায়াতের  আমির মাওলানা  শাহিনুর আলম।


বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক পরিষদ সিরাজগঞ্জ জেলার  সভাপতি অধ্যাপক শহিদুল ইসলাম। 

সভায় প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,কলেজের উন্নয়নে এলাকার শিক্ষানুরাগী, ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ, শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও ছাত্র- ছাত্রী  সহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। 


এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জামায়াতে কর্ম পরিষদ সদস্য মাওলানা আতাউর রহমান, ময়দুল আলম মাস্টার,সদর উপজেলা জামায়াতের নায়েবে আমির আনোয়ার হোসেন, কাজিপুর উপজেলা মহিলা কলেজের অধ্যক্ষ হাসান মুনসুর মিলন,বিশিষ্ট সাংবাদিক ফেরদৌস হাসান, জামায়াতে নেতা রাজু আহমদে,সদর উপজেলা জামায়াতে সাবেক আমির ও ছোনগাছা ফাজিল মাদ্রাসার প্রক্তান অধ্যক্ষ মাওলানা  আনোরারুল্লাহ মজুন,বাগবার্ঢী ইউনিয়ন জামায়াতের আমির ছানোয়ার হোসেন,ছোনগাছা ইউনিয়ন আমির ডাঃ নজরুল ইসলাম,জামায়াত নেতা আকতার হোসেন মাস্টার, ছাত্র নেতা তরিকুল  ইসলাম,অত্র কলেজের সহকারী অধ্যাপক ছোরহাব আলী শেখ,সালাউর রহমান পান্না প্রমূখ। 


অত্র কলেজের সহকারী অধ্যাপক রেজাউল করিম ও বাংলা প্রভাষক শাহাদত হোসেন ইবনে হকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে কলেজের প্রভাষক, প্রভাষিকা,ছাত্র-ছাত্রী, অভিভাবক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী