ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
নীলফামারীতে গোল চত্বর ও ট্রাফিক পুলিশ পদায়নের দাবীতে স্মারকলিপি
  • নীলফামারী প্রতিনিধি:
  • ২০২৪-১২-০৫ ০৬:৫৮:০৭

নীলফামারী শহরের পাঁচ মাথা মোড়ে গোল চত্বর স্থাপন ও ট্রাফিক পুলিশ পদায়নের দাবীতে মানববন্ধন হয়েছে।বৃহস্পতিবার দুপুরে ইনসাফ কল্যাণ ফাউন্ডেশন ও উদ্দীপ্ত তরুণ ফাউন্ডেশন এই কর্মসুচির আয়োজন করে। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে সংগঠন দুটির নেতৃবৃন্দ। 

এতে উল্লেখ করা হয় গেল তিন মাসে এই এলাকায় তিনটি দুর্ঘটনা ঘটে এবং তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়। ব্যক্তিগত অসাবধানতা এবং সড়কে ট্রাফিক পুলিশ না থাকায় এমন দুর্ঘটনা ঘটে বলে মনে করছেন আয়োজক নেতৃবৃন্দ।

ইনসাফ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আখতারুজ্জামান খান বলেন, পাঁচমাথা মোড়ের চারদিকের রাস্তায় গোল চত্বর স্থাপন ও প্রতিদিন সকাল সাড়ে সাত ঘটিকা থেকে রাত দশ ঘটিকা পর্যন্ত ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করলে দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে। পরে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। 

এ সময় আখতারুজ্জামান খান ছাড়াও উদ্দীপ্ত তরুণ ফাউন্ডেশনের মোহাম্মদ ফাহিম উপস্থিত ছিলেন। 

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী