ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
সিরাজগঞ্জ শহরে ফুটপাতে অবৈধ হকার দোকান উচ্ছেদ অভিযান
  • সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
  • ২০২৪-১২-০৪ ০৯:২৭:২৬

সিরাজগঞ্জ শহরে ফুটপাতের অবৈধ ভাসমান দোকান ও হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ট্রাফিক পুলিশ। সিরাজগঞ্জ ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) (টিআই) মোফাকখারুল ইসলামের নেতৃত্বে বুধবার বেলা সাড়ে ১১ টায় ব্যস্ততম এসএস রোডে অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে টিআই আসাদুল  ইসলাম,টিআই আবু জাফর সহ সিরাজগঞ্জ ট্রাফিক বিভাগের সদস্যরা অংশগ্রহণ করেন।

শহরের প্রধান সড়ক এসএস রোডের ফুটপাতে অবৈধভাবে গড়ে ওঠা ভাসমান দোকান ও হকারদের  কারণে পথচারীদের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটে। সড়কের দুপাশে আড়াআড়িভাবে মোটর বাইক পার্কিং করে রাখে। এতে মেইন রাস্তায় প্রচন্ড যানজটের সৃষ্টি হয়। ফলে বিড়ম্বনায় পড়তে হয় সাধারণ মানুষদের। যানজটের প্রধান নিয়ামক ফুটপাতের অবৈধ ভাসমান দোকান ও হকার উচ্ছেদে এই অভিযান পরিচালনা করা হয়।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী