ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ঠাকুরগাঁওয়ে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত
  • ঠাকুরগাঁও প্রতিনিধি:
  • ২০২৪-১২-০৪ ০৮:৩২:০৬

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আয়োজনে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ে একটি আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।  গত মঙ্গলবার ঠাকুরগাঁও প্রেসক্লাবের মিলনায়তনে  রাজনৈতিক দলের নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ইমাম, পুরোহিত এবং ছাত্র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংলাপে নারীর রাজনৈতিক ক্ষমতায়নের পথে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করা হয় এবং সেগুলো দূরীকরণে সম্ভাব্য অবদান সম্পর্কে আলোচনা করা হয়। এ সময় অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল রংপুর এর আঞ্চলিক ব্যবস্থাপক আলি ইজাজ। সেশন পরিচালনা করেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিন।

সংলাপে বক্তব্য রাখেন বাংলাদেশ বেতার ঠাকুরগাঁওয়ের ডিআরডি জহিরুল আলম, পুরোহিত প্রফুল্ল রায়, মাওলানা জহিরুল ইমাম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি মনোরঞ্জন সিং এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যৌথ সমন্বয়ক ইউনুস আলী।

বক্তারা নারীর ক্ষমতায়নের জন্য শিক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক ও সাংস্কৃতিক বাধাগুলো দূর করার ওপর জোর দেন। তাদের মতে, নারীর রাজনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সংলাপটি নারীর ক্ষমতায়নের পথে একটি নতুন দৃষ্টিভঙ্গি ও সমাধানের পথ নির্দেশনা দিতে সহায়ক হবে বলে অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করেন।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী