ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
হাতিরঝিলে হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২০-১০-১২ ০২:১১:১২

রাজধানীর হাতিরঝিল থেকে হাত-পা বাঁধা অবস্থায় একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেলের মর্গে।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে মরদেহটি উদ্ধার করে হাতিরঝিল থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাতিরঝিলের রামপুরা এলাকার অংশে ঝিলের মধ্যে ওই ব্যক্তির মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। তবে তার হাত-পা বাঁধা অবস্থায় ছিলো। তার মুখের পুরো অংশ অ্যাসিড দিয়ে ঝলসে দেয়া হয়েছে। এখন পর্যন্ত তার পরিচয় জানা যায়নি।

যেখানে চলবে ক্ষতিগ্রস্ত ৫ মন্ত্রণালয়ের কার্যক্রম
সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন
সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে, কারণ অজানা