প্রধান উপদেষ্টার কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচী’র আওতায় ২০২৩-২০২৪ অর্থ বছরে ৩য় ও ৪র্থ কিস্তির শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
পার্বতীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ শনিবার দুপুরে উপজেলা পরিষদের সেমিনার কক্ষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দরিদ্র ছাত্র ছাত্রীদের মাঝে এই অর্থ সহায়তা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ ফাতেমা খাতুন আনুষ্ঠানিকভাবে এই অর্থ সহায়তা প্রদান করেন।
উপজেলার ১০টি ইউনিয়নের ১ম শ্রেনী হতে দ্বাদশ শ্রেনী পর্যন্ত মোট ৯২ জন দরিদ্র ছাত্রী ছাত্রীদের মাঝে ৪ লাখ ১৩ হাজার টাকা বিতরন করেন। এছাড়াও ৮ম ও দশম শ্রেনির ছাত্র ছাত্রীদের মাঝে ১০টি বাই সাইকেল বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন আদিবাসী সমাজ উন্নয়ন সমিতি’র চেয়ারম্যান বিমল মুরমু, সাধারন সম্পাদক এফায়েম টুডু প্রমুখ।