ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
বান্দরবানে পুলিশের চাকরি পেলেন ১১ জন তরুন-তরুনী
  • বান্দরবান প্রতিনিধি
  • ২০২৪-১১-৩০ ০৬:৪৪:৩৫

বান্দরবানে মাত্র ১২০ টাকা খরচ করে পুলিশে চাকরি পেলেন ১১ জন তরুণ-তরুণী। শনিবার (৩০ নভেম্বর) সকালে বান্দরবানের পুলিশ লাইনের সভাকক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার চুড়ান্ত নির্বাচিত ১১জন তরুণ-তরুণীর নামের তালিকা প্রকাশ করেন বান্দরবানের পুলিশ সুপার মো.শহিদুল্লাহ কাওছার। 

এসময় তিনি পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চুড়ান্ত নির্বাচিতদের ফুল দিয়ে বরণ করে নেয় এবং যারা পুলিশে চাকরির জন্য নির্বাচিত হয়েছে তাদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি যারা নির্বাচিত হয়নি তাদের ও আগামীতে এই ধরণের পরীক্ষাগুলোতে অংশগ্রহণের আহবান জানান এবং নিজ নিজ যোগ্যতায় চাকরির কোটা পূরণের আহবান জানান।

এদিকে কোনো প্রকার হয়রানি, সুপারিশ এবং ঘুষ ছাড়া পুলিশের গর্বিত সদস্য হতে পেরে খুশিতে আত্মহারা হত দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারে সুপারিশপ্রাপ্ত তরুণ-তরুণী।

এসময় অনুষ্ঠানে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মো: রায়হান কাজেমী, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং পুলিশের বিভিন্ন পদ মর্যদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশের তথ্যমতে, ১১টি পদের বিপরীতে বান্দরবানে ৩০২জন পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার অংশগ্রহণ করে। ৩দিন শারীরিক পরীক্ষা শেষে ৩০২ জনের মধ্যে ৮৫ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করে। পরে লিখিত পরীক্ষায় ৮৫জন অংশগ্রহণ করে ১৯জন উত্তীর্ণ হয়। শেষে মৌখিক পরীক্ষায় ১৯জন থেকে ১১জন উত্তীর্ণ হয়, যার মধ্যে মেধায় ১০জন আর ক্ষুদ্র নৃ-গোষ্ঠি কোটায় ১জন উত্তীর্ণ হয়।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী