বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে এবং জুলাই অভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে নীলফামারী সরকারী কলেজে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নীলফামারী সরকারী কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মাহবুবুর রহমান ভুঁইয়া।
কলেজের সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহবায়ক প্রফেসর মোঃ শামসুল আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক তারিকুল ইসলাম এবং সম্মানিত অতিথি হিসেবে শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক সাফিউল বাশার ও অর্থ সম্পাদক মমিনুর রহমান বক্তব্য দেন।
কলেজ শিক্ষার্থী মাইসা পপির সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি জারীন তাসনীম ও সৈয়দ মেহেদী হাসান আশিক এবং জাতীয়তাবাদী ছাত্রদল নীলফামারী সরকারী কলেজ শাখার আহবায়ক রাজু পারভেজ ও সদস্য সচিব পায়েলুজ্জামান রক্সি।
সভায় বক্তারা জুলাই গণাঅভ্যুত্থানের চেতনাকে লালন করে নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের আহবান জানানো হয়।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে শিক্ষার্থীরা।