অতিদ্রুত সময়ের মধ্যে ইসকনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও ফা়সির দাবিতে নরসিংদীর পলাশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) বিকেলে পলাশ বাসস্ট্যান্ডে সর্বস্থরের তাওহিদী জনতা ও বৈষম্য বিরোধী ছাত্র সমাজের ব্যানারে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশ চলাকালে তাহহিদী জনতা, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও বিভিন্ন মসজিদের মুসল্লিরা ইসকন জঙ্গি, স্বৈরাচারের সঙ্গীসহ নানা শ্লোগানে উত্তাল করে তোলে পলাশ বাসস্ট্যান্ড এলাকা।
সমাবেশ বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নরসিংদীর জেলার আহবায়ক মুফতি আব্দুর রহিম কাসেমী, উপজেলার যুব জমিয়তে উলামা ইসলামের কারী ইসমাইল হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন, পৌর ছাত্রদলের সদস্য সচিব আরিফ মিয়া, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র সমাজের সামিউর মাহি, রিফাত সরকার, ছাত্র শিবিরের মাহবুব শিকদার ও খেলাফত ছাত্র মজলিসের আশরাফুল ইসলাম প্রমুখ।
বিক্ষোভকারীরা প্রতিবাদ সমাবেশে বলেন, চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী ভাইকে কুপিয়ে হত্যা করেছে উগ্রবাদী সংগঠন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের সমর্থকরা। এই উগ্রবাদী সংগঠন বাংলাদেশের নতুন স্বাধীনতাকে মেনে নিতে পারছে না। কারণ তারা হলেন, ভারতের দালাল, আর আ.লীগের দোসর। হিন্দু মুসলিম ভাই ভাই হিসেবে আমরা এদেশে বসবাস করছি। তবে ইসকন ও সংগঠনের সন্ত্রাসীদের দেশে কোন ধরণের ঠাঁই হবে না। তারা এ দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। অতিদ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহবান জানান। নতুবা দেশে ফ্যাসিবাদী সন্ত্রাসীরা আবার গর্জে উঠবে।
তারা বলেন, ভারতে বসেই স্বৈরাচার শেখ হাসিনা যত ষড়যন্ত্রই করুন না কেন, আমরা রুখে দেব। বাংলাদেশে সকল ধর্মের মানুষের সহাবস্থান থাকবে। ধর্মের নামে উগ্রবাদীতার এখানে কোনো ঠাঁই নেই। তাই অবিলম্বে জঙ্গি সংগঠন ইসকন নিষিদ্ধ করতে হবে। আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে ফা়ঁসি দিতে হবে।