সিরাজগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় পুলিশ লাইন্স শহীদ বীরমুক্তিযোদ্ধা কনস্টেবল আলাউদ্দিন ড্রিলশেডে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, জেলা পুলিশ সুপার ফারুক হোসেন।
কল্যাণ সভা চলাকালীন সময়ে সকল ইউনিট ইনচার্জ তার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করায় বিদায় উপলক্ষে বিনয় কুমার, অতিরিক্ত পুলিশ সুপার, রায়গঞ্জ সার্কেলকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়াও পুলিশের করণীয় বর্জনীয় বিষয়সমূহ যথাযথভাবে প্রতিপালনের লক্ষ্যে বিভিন্ন মূল্যবান দিক-নির্দেশনা তুলে ধরেন। পরে দুপুরে পুলিশ অফিস সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় রুজুকৃত মামলা সমূহের কেইস টু কেইস বিশ্লেষণ করা হয়। মামলা তদন্তের মান বৃদ্ধি, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদক ও অবৈধ অস্ত্রসহ অন্যান্য অবৈধ দ্রব্যাদি উদ্ধার এবং কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং সভার মাধ্যমে পুলিশি সেবার মান বৃদ্ধির লক্ষ্যে পুলিশ সুপার বিস্তারিত দিক-নির্দেশনা প্রদান করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপারগণ, সহকারী পুলিশ সুপারগণ, মেডিকেল অফিসার সহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ,পুলিশ সদস্য গণ উপস্থিত ছিলেন।