চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পরিকল্পিতভাবে হত্যা করায় ও সন্ত্রাসী গোষ্ঠী ইসকনের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার দুপুর ২.২০ মিনিটে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনেই প্রথমে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয় পরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন।
বিক্ষোভ মিছিলটি হাবিপ্রবি বিশ্ববিদ্যালয়ে প্রধান ফটক থেকে বের হয়ে মহাসড়ক প্রদক্ষিণ শেষে আবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রদক্ষিণ করে পরে উপাচার্যের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।
দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্রনেতা তোফাজ্জল হোসেন তপু, এস এম সুমন, আসাদুজ্জামান নূর এই বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন। শতাধিক সাধারণ শিক্ষার্থীরা এই গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিলে গ্রহণ করেন।