আইনজীবী আলিফ হত্যার প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ
- নীলফামারী প্রতিনিধি
-
২০২৪-১১-২৭ ০৬:৫৮:১৩
- Print
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকান্ডের প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বাংলাদেশ ল ইয়ার্স কাউন্সিল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
বুধবার দুপুরে জেলা শহরের চৌরঙ্গি মোড়ে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি আ. ক. ম আলমগীর সরকার।
বক্তব্য দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও জেলা জজ আদালতের সরকারী কৌঁসুলি এ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম, নীলফামারী পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী, বাংলাদেশ ল ইয়ার্স কাউন্সিলের জেলা সভাপতি আল ফারুক আব্দুল লতিফ, বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী শহর শাখার সেক্রেটারী আনিসুর রহমান, জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট মামুনুর রশিদ পাটোয়ারী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সাইয়েদ মেহেদী হাসান আশিক, আখতারুজ্জামান ও সোহেল রানা।
প্রতিবাদ সমাবেশ পরিচালনা করেন জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর পাবলিক প্রসিকিউটর গোলাম মোস্তফা সজীব।
সভায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য ও সরকারী আইন কর্মকর্তা সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন বক্তারা। বলেন ইসকন হিন্দুদের নিজস্ব কোন সংগঠন নয়। এটি সন্ত্রাসী সংগঠন।
বক্তারা অবিলম্বে সরকারের কাছে ইসকনকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণার দাবী জানান।
এরআগে জেলা জজ আদালত থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গি মোড়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
প্রসঙ্গত মঙ্গলবার চট্টগ্রাম আদালত চত্বরে সরকারী আইন কর্মকর্তা সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করে ইসকন সদস্যরা।