ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
বিএনপি জনগনের সেবার ব্রত নিয়ে রাজনীতি করে: মাফরুজা সুলতানা হাফিজ
  • ভোলা জেলা সংবাদদাতা
  • ২০২৪-১১-২৪ ০৭:১৫:২৩

ভোলার বোরহানউদ্দিনে উপজেলা বিএনপির কার্যক্রমকে গতিশীল করার লক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম এর নির্দেশে উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে চলছে  বিএনপি ও অঙ্গসংগঠনের সাথে প্রতিনিধি সভা।  তারই ধারাবাহিকতায়


রবিবার (২৪ নভেম্বর ২০২৪) সকাল ১১টায় বোরহানউদ্দিনের  ৮নং পক্ষিয়া ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়নে বিএনপির আয়োজনে  বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সাথে প্রতিনিধি সভা করেছেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপি নেতৃবৃন্দ।


প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীদের দীর্ঘ ১৭ বছরের ত্যাগ ও নির্যাতনের কথা শুনেন বিএনপি দলীয় সাবেক এমপি হাফিজ ইব্রাহিম এর সহধর্মিনী বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগনের সেবার ব্রত নিয়ে রাজনীতি করে। আপনাদের অস্তিত্বের জন্য আপনাদের ভালো ভাবে থাকার জন্য আগামী নির্বাচনে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাইলে সকলে দায়িত্ব নিয়ে ভালো কাজ করুন। ২০০১ এর চেয়ে বেশি ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠনে কাজ করতে হবে। বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে জনগনের জন্য যে ভালো কাজ করেছে আপনারা ইউনিয়নের নেতা-কর্মীরা মানুষের বাড়ি বাড়ি যেয়ে বিএনপির কর্মকান্ড সাধারণ ভোটারদের কাছে তুলে ধরুন। হাফিজ ইব্রাহিম সংসদ সদস্য থাকাকালীন সময়ে বোরহানউদ্দিনে পলিটেকনিক্যাল সহ  অনেক শিক্ষা প্রতিষ্ঠান করেছেন। ছাত্রদলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আগে তোমরা পড়া লেখা করবে পরে রাজনীতি।  সকলকে মাদক থেকে দুরে থাকতে হবে। এসময় তিনি কঠিন হুশিয়ারী দিয়ে বলেন, দলীয় নেতা-কর্মীরা যদি কোনো অন্যায় অনিয়মের সাথে জরিত থাকে সঠিক তথ্য ও প্রমানের ভিত্তিতে তাদের বিরুদ্ধে  সাংগঠনিক ব্যাবস্থা নেয়া হবে।

হুমায়ুন কবির সেলিমের সভাপতিত্বে    এ. টি. এম লোকমান হাওলাদার সঞ্চালনায় সভায় সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে উপজেলা নেতৃবৃন্দ তৃনমুলের সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহ্বান জানান।


এই সময়  উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির  সদস্য সচিব কাজী আজম, সিনিয়র যুগ্ন আহ্বায়ক সরোয়ার আলম খাঁন, উপজেলা বিএনপি, মঞ্জুরুল আলম ফিরোজ কাজী, যুগ্ন আহ্বায়ক উপজেলা বিএনপি,  সহিদুল আলম নাসিম কাজী, যুগ্ন আহ্বায়ক উপজেলা বিএনপি, শিহাবউদ্দিন হাওলাদার, আহ্বায়ক উপজেলা যুবদল, জসিমউদ্দিন খাঁন, সদস্য সচিব উপজেলা যুবদল, সাইদুর রহমান শাহিন, সিনিয়র যুগ্ন আহ্বায়ক উপজেলা যুবদল, ফখরুল ইসলাম মিঠু, যুগ্ন আহ্বায়ক উপজেলা যুবদল,  ছাত্রদল, সেচ্ছাসেবক দল সহ আরও নেতৃবৃন্দ।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী