ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের উন্নয়ন অংশিদারিত্ব বাড়ানোর আহবান
  • মজিবুর রহমান খান
  • ২০২৪-১১-২৪ ০৬:১৯:২৮

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) উন্নয়ন অংশিদারিত্ব বাড়ানোর আহবান জানানো হয়েছে। এজন্য এনজিও সংস্থাগুলোর অন্তর্ভুক্তিকরণ আরো সহজ করার দাবি জানানো হয়। রবিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া পিকেএসফ আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা উঠে আসে।


স্বপ্নতরী সমাজ উন্নয়ন সংস্থার সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পিকেএসএফ পরিচালনা পর্ষদের সদস্য প্রফেসর ড. তৌফিকুল ইসলাম মিথিল। মূল বিষয়বস্তু উপস্থাপন করেন, পিকেএসএফ এর উপ মহাব্যবস্থাপক (কার্যক্রম) দীপেন কুমার সাহা। বিভিন্ন প্রশ্নের জবাব দেন আরেক কর্মকর্তা মো. মশিউর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নব-নির্বাচিত সভাপতি মো. আল-আমীন শাহীন, সাংবাদিক আ. ফ. ম কাউছার এমরান, এনজিও কর্মকর্তা এস এম শাহীন, আবু তাহের, অ্যাডভোকেট মো. মনির হোসেন, ইয়াছমিন আক্তার প্রমুখ। 


এ সময় জানানো হয়, পিকেএসএফ একটি দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান। আগেও এটি দুর্নীতিমুক্ত ছিলো, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এর সঙ্গে অংশিদারিত্বে জড়াতে গেলে বেশ কিছু নিয়ম কঠোরভাবে পালন করতে হয়। পিকেএসএফ’র লক্ষ্য হলো ক্ষুদ্র উদ্যোক্তাদের সম্পদ ও সক্ষমতা বৃদ্ধি। সেই লক্ষ্যে সারাদেশে ২০০শ’ এর বেশি প্রতিষ্ঠান এর সঙ্গে অংশিদারিত্বমূলক কাজ করে যাচ্ছে।  

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী