ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে বন্দুকযুদ্ধে ৩ কেএনএ সদস্য নিহত
  • বান্দরবান প্রতিনিধি:
  • ২০২৪-১১-২৪ ০৬:১৭:০০

বান্দরবানের রুমায় সেনাবাহিনীর অভিযানে বন্দুকযুদ্ধে তিন কেএনএ সদস্য নিহত এবং একইসাথে অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

রবিবার (২৪ নভেম্বর)  বেলা ১টায় আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী  পরিচালক রাশেদুল ইসলাম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

আইএসপিআর সুত্রে জানা যায়, গোপন সংবাদের খবর পেয়ে  সেনাবাহিনী সন্ত্রাস বিরোধী অভিযানের অংশ হিসেবে রুমা উপজেলার গহীন জঙ্গলে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। কেএনএ'র সশস্ত্র সদস্যরা সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়লে আত্নরক্ষাত্বে পালটা গুলি ছুড়ে সেনাবাহিনীর সদস্যরা।

এসময় উভয়পক্ষের গুলিতে তিন কেএনএ সদস্য নিহত হয়েছেন।এছাড়া তাদের আস্তানা থেকে অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী