ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
নীলফামারীতে সাবেক ভাইস চেয়ারম্যানসহ গ্রেফতার দুই
  • নীলফামারী প্রতিনিধি:
  • ২০২৪-১১-২৩ ০৫:০১:৪৮

 নীলফামারী সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে জেলা শহরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন নীলফামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) এম আর সাঈদ। গ্রেফতার দীপক বাবুপাড়া মহল্লার মৃত. মানিক চক্রবর্তির ছেলে। 

নীলফামারী জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন দীপক।
এছাড়া জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার উপর হামলা মামলার এজাহারভুক্ত আসামী ইয়াসিন ওরফে গনে কসাই নামে আরো একজনকে গ্রেফতার করেছে নীলফামারী থানা পুলিশ।
 
গতকাল ডিমলা উপজেলার সুটিবাড়ি বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। নাউতারা ইউনিয়নের নিজপাড়া এলাকার মৃত. টোকরা মামুদের ছেলে ইয়াসিন।

নীলফামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) এম আর সাঈদ বিষয়টি নিশ্চিত করে জানান, সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের আকাশুকুড়ি এলাকার সিদ্দিক আলী হত্যা মামলার এজাহার নামীয় আসামী দীপক চক্রবর্তি এবং ছাত্র-জনতার অভ্যুত্থানে হামলা মামলার এজাহার নামীয় আসামী ইয়াসিন ওরফে গনে কসাই। তিনি বলেন, গ্রেফতারদের আদালতে হাজির করা হবে। 

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী