ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
বোরহানউদ্দিনে নিখোঁজের দুই ঘন্টা পর লেবু বাগানে মিললো শিশুর মরদেহ
  • ভোলা জেলা সংবাদদাতা
  • ২০২৪-১১-২১ ০৯:০৭:৩১

 ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চৌকিদার বাড়ির পার্শ্ববর্তী লেবু বাগান থেকে ইসরাক হোসেন (৪) এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (২১নভেম্বর) সকাল আনুমানিক  ১১ টায় নিহত শিশুর বাড়ির পাশ্ববর্তী লেবুবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইসরাক হোসেন কুতুবা ৫নং ওয়ার্ডের চৌকিদার বাড়ির সৌদি প্রবাসী শেখ ফরিদের ছেলে। নিহত শিশু ইশরাকের মা ইয়ানুর বেগম জানান, বৃহস্পতিবার সকাল ৯ টায় প্রতিদিনের মতো দরজায় অন্যান্য শিশুদের সাথে খেলাধুলা করছিলো তার ছেলে ইশরাক। হঠাত তার ছেলেকে খুঁজে পাওয়া যায়নি। নিখোঁজের ২ ঘন্টা পর বাড়ির পার্শ্ববর্তী লেবু বাগানে অজ্ঞান অবস্থায় তাকে খুঁজে পাওয়া যায়।


তার নাকে ও মুখে গাছের পাতা ভর্তি ছিলো। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়দের সহায়তায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইশরাককে মৃত ঘোষণা করেন । তার ছেলে ইশরাককে পরিকল্পিত হত্যা করা হয়েছে বলে জানান তিনি। 


স্থানীয়রা জানান, সকালে বাড়ীর দরজায় প্রতিদিনের মতো কয়েকজন শিশুর সাথে খেলাধুলা করছিলো শিশু ইশরাক। হঠাৎ সেখান থেকে অজ্ঞাত একজন শিশু  ইশরাককে কোথায় যেন নিয়ে যায়। পরে লেব বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ ছিদ্দিকুর রহমান জানান, ইশরাক নামক শিশুর মরদেহ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত চলমান রয়েছে।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী